মহামারি করোনা ভাইরাস রোধে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে যারা সুস্থ হয়ে উঠেছেন তাদের রক্ত ব্যবহারের মাধ্যমে হাসপাতালে কোভিড-নাইনটিন রোগীদের চিকিৎসা করার পরিকল্পনা করছে ব্রিটেন।
আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি জানায়, এ জন্য কর্তৃপক্ষ এ রোগ থেকে সেরে ওঠা লোকজনকে রক্ত দেয়ার আহ্বান জানিয়েছে। এনএইচএস ব্লাড অ্যান্ড ট্রান্সপ্ল্যান্ট বলছে, এ রক্ত দিয়ে চিকিৎসার বিষয়ে তারা পরীক্ষা চালাবে।
বিজ্ঞানীরা আশা করছে, করোনাভাইরাস মোকাবিলায় আক্রান্ত ব্যক্তির শরীরে যে অ্যান্টিবডি তৈরি হয় সেটা দিয়ে তারা রোগীর শরীরে থাকা ভাইরাসটি নির্মূল করতে পারবে।
যুক্তরাষ্ট্রে ইতোমধ্যেই এ বিষয়ে বড় ধরনের গবেষণা শুরু হয়েছে। তাতে অংশ নিচ্ছে দেড় হাজারেরও বেশি হাসপাতাল।
বিবিসি জানায়, যখন একজন ব্যক্তি কোভিড-নাইনটিন রোগে আক্রান্ত হন তার শরীরের রোগ প্রতিরোধী ব্যবস্থা করোনাভাইরাসের সাথে যুদ্ধ করতে অ্যান্টিবডি তৈরি করে। এই অ্যান্টিবডি করোনাভাইরাসকে আক্রমণ করে।
সময়ের সাথে সাথে আক্রান্ত ব্যক্তির রক্তের তরল পদার্থ প্লাজমায় প্রচুর পরিমাণে অ্যান্টিবডি তৈরি হয়। এনএইচএস ব্লাড অ্যান্ড ট্রান্সপ্ল্যান্ট বলছে, তারা এখন প্লাজমার এই অ্যান্টিবডি ব্যবহারের পদ্ধতিটি কাজে লাগাতে চায়।

কর্মকর্তারা বলছেন, কোভিড-নাইনটিন থেকে সেরে ওঠা ব্যক্তির কাছ থেকে সংগৃহীত রক্ত অসুস্থ মানুষের শরীরে সঞ্চালিত করলে কতোটা কাজ হয় সেটা তারা এখন পরীক্ষা করে দেখবেন।
সংস্থাটির দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, আমরা মনে করি কোভিড-নাইনটিন রোগীদের সম্ভাব্য চিকিৎসায় এটি হবে প্রাথমিক এক গবেষণা। এ চিকিৎসা পদ্ধতিকে বলা হয় কনভালেসেন্ট প্লাজমা থেরাপি।