ঘরে বসেই করোনা ভাইরাস বা কোভিড-১৯ শনাক্তের কিট তৈরি করতে যাচ্ছে সেনেগাল ও যুক্তরাজ্য। স্থানীয় স্বাস্থ্য বিভাগের অনুমোদন পেলে শিগগিরই উৎপাদনে যাবে সেনেগাল।
এ পদ্ধতিতে মাত্র ১ ডলার বা ৮৫ টাকা খরচে ঘরে বসে নিজেই নিজের করোনা টেস্ট করা যাবে। এতে সময় লাগবে মাত্র ১০ মিনিট।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা শুক্রবার (২৭ মার্চ) এ খবর দিয়েছে।
খবরে বলা হয়েছে, স্বল্প খরচে পরীক্ষাযোগ্য এ কিট উৎপাদনের অনুমোতি দেয়া হলে আগামী জুন মাসের মধ্যে আফ্রিকার বিভিন্ন দেশে তা বণ্টন করার পরিকল্পনা নিয়েছে সেনেগাল।
সেনেগালের দাকারে অবস্থিত পাস্তুর ইনস্টিটিউটের পরিচালক আমাদু সল বলেন, আমরা মূলত আফ্রিকায় এ কিট সরবরাহে গুরুত্ব দিচ্ছি।
সল ও তার গবেষক দল ইতোপূর্বে ইয়েলো ফেভার ও ডেঙ্গু নিয়ে ভ্যাকসিন তৈরিতে কাজ করেছেন।