নোভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) পজিটিভ হয়েছেন মতিঝিল সোনালী ব্যাংকের এক কর্মকর্তা। সোমবার (২০ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক কর্মকর্তা করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় মতিঝিলে সোনালী ব্যাংকের শিল্প ভবন কর্পোরেট শাখা সোমবার থেকে সাময়িক বন্ধ ঘোষণা করেছে। উক্ত শাখার গ্রাহকদের আগামীকাল মঙ্গলবার থেকে পার্শ্ববর্তী দিলকুশা করপোরেট শাখা থেকে লেনদেনসহ জরুরি সেবা গ্রহণের অনুরোধ করেছে ব্যাংক কর্তৃপক্ষ।
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ১০ জন। এ নিয়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা ১০১ জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪৯২ জনের দেহে। এ নিয়ে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৯৪৮ জনে।
সোমবার (২০ এপ্রিল) দুপুরে করোনা ভাইরাস নিয়ে নিয়মিত অনলাইনে বুলেটিনে এ সব তথ্য উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তার সঙ্গে ছিলেন অধিদফতরের কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমএসডি) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শহীদুল্লাহ।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মোট ২৭৭৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৪৯২ জন। এছাড়া নতুন করে যে ১০ জন মারা গেছেন তাদের মধ্যে।