প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) কারণে কর্মহীন হয়ে পড়া অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে ত্রাণ সহায়তা করেছেন ফরিদপুর-২ আসনের সাবেক এমপি ও জেলা শ্রমিক লীগের সহসভাপতি সাইফুজ্জামান জুয়েল চৌধুরী। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে এই ত্রাণসামগ্রী দেয়া হয়।
সরোজমিনে দেখা যায়, নগরকান্দা উপজেলার ফুলসুতি চৌধুরী বাড়ি সামনে ত্রাণসামগ্রী রেখে দেয়া হয়। সেখান থেকে এলাকার অসহায় সাধারণ মানুষেরা নিজ হাতে খাদ্য সামগ্রী নিয়ে বাড়ি ফেরেন। এ সময়ে কোন ধরনের বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি।
খাদ্যসামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগ নেতা এনায়েত চৌধুরী, যুবলীগ নেতা লিপটন চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগ নেতা মনিরুজ্জামান আইয়ুব প্রমুখ।।
সাবেক এমপি সাইফুজ্জামান জুয়েল চৌধুরী বলেন, আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন। দেশের এই দুর্দিনে সাধারণ খেটে খাওয়া অসহায় মানুষের পাশে দাঁড়াতে। তারই নির্দেশনা অনুযায়ী আমার ব্যক্তিগত অর্থায়নে সাধারণ মানুষের জন্য কিছু করার জন্য ব্যবস্থা করেছি। পর্যায়ক্রমে এই সহায়তা আরও বাড়ানো হবে।
